নাইম আবদুল্লাহ:
ab26-1গতকাল ১২ মার্চ (রোববার) সন্ধ্যায় রকডেলস্থ কস্তুরী রেস্টুরেন্ট এন্ড ফাংশন সেন্টারে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র’ কার্যকরী পরিষদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

ab26-2সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মেদ আবদুল মতিনের উপস্থাপনায় আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ab26-3বক্তাগণ বলেন, স্বাধীনতা অর্জনের দু’টি স্তর ছিল। একটি ছিল স্বাধীন ভূখ- অর্জন, আর অপরটি ছিল স্বাধীনতার লক্ষ্য অর্জন। আমরা স্বাধীন ভূখ- অর্জন করলেও স্বাধীনতার লক্ষ্য অর্জনের বিষয়টি হচ্ছে নিরন্তর সংগ্রামের বিষয়, এর কোন নির্দিষ্ট মাত্রা বা সময়সীমা বেঁধে দেওয়া যায় না। তবে পঁচাত্তরের ১৫ আগস্টের নারকীয় ঘটনার কারণে দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রগতিশীল পরিবেশ, সমৃদ্ধি ও অগ্রগতি দারুনভাবে বিঘিœত হয়েছিল। এর ধারাবাহিকতা এখনো চলছে।

বক্তাগণ আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, আজ দেশে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ শক্তির অস্তিত্ব নিয়ে আলোচনা হয়। অথচ একটি স্বাধীন দেশে কোনও বিপক্ষ শক্তি থাকতে পারে না, সবাই থাকবে স্বাধীনতা পক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষ শক্তিকে আজ পরাস্ত করতে হবে।

সকল অশুভ শক্তিকে পরাস্ত করে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি আর প্রগতির পথে এগিয়ে যাবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।

ab26-4স্বাধীনতা দিবসের আলোচনায় অংশগ্রহন করেন শিবলি আবদুল্লাহ, আকিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল হক, নাইম আবদুল্লাহ, রাশেদ শ্রাবণ, আবদুল আউয়াল, মিজানুর রহমান সুমন, কাজী আলমগীর, মোহাম্মাদ ন হুদা, আলী বাশির নূর, মিনহাজুর রহমান প্রমুখ।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

সাম্প্রতিক