নাইম আবদুল্লাহ:
আজ ২৫ মার্চ (শনিবার) সিডনির পাঞ্চবল কমিউনিটি সেন্টারে ফেডারেল এমপি টনি বার্ক (শ্যাডো মিনিষ্টার ফর সিটিজেনশীপ অ্যান্ড মান্টিকালচারাল এফেয়ার্স অস্ট্রেলিয়া) অস্ট্রেলিয়ায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সামাজিকভাবে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দদের “ওয়ার্ক ফর রেসপেক্ট এম্বাসেডর” হিসেবে সম্মাননা প্রদান করেন।
আজ বাংলাদেশী কমিউনিটির মধ্যে এই সম্মানে ভূষিত হন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিল'র সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুদা, রাজনীতিবিদ আনিসুর রহমান রিতু, মোহাম্মদ আলী শিকদার, হাবিবুর রহমান জকি প্রমুখ।
এছাড়াও গত ২৪শে ফেব্রুয়ারী ল্যাকম্ব্যার এল,এম,এ (লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন) সেন্টারে “ওয়ার্ক ফর রেসপেক্ট এম্বাসেডর” সম্মানে ভূষিত হন মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামিম, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, কমিউনিটি ব্যক্তিত্ব গাউসুল আলম শাহাজাদা, মো: জামিল হোসেন, জিকু, আবুল বাসার খান, রিয়াজ, রাশেদুল ইসলাম আবিদা আসওয়াদ প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দ ভবিষ্যতে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আরও কাজ করার জন্য অনুপ্রেরণা পাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
আগামি ৩১শে মার্চ (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে সিডনির লাকেম্বা হ্যালডন স্ট্রীট থেকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে "ওয়ার্ক ফর রেসপেক্ট" পদযাত্রা শুরু হয়ে এবং স্থানীয় পেরি পার্কে গিয়ে শেষ হবে। পদযাত্রার পর বার্বিকিউ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজক কমিটি সিডনিতে বসবাসরত সকল প্রবাসি বাংলাদেশিদেরকে "ওয়ার্ক ফর রেসপেক্ট" অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
< Prev | Next > |
---|