গাজীপুর : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় কাশিমপুর হাই সিকিউরিটি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করছেন। এদিকে, কারাগারের একটি সূত্র জানায়, প্রাণভিক্ষা চাইলেও আবেদনপত্রে নিজের দোষ স্বীকার করেননি মুফতি হান্নান।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে গত ২২ মার্চ তাকে কারাগারে মৃত্যুদণ্ড বহাল রাখার রায় পড়ে শোনানো হয় এবং ২৩ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু পরোয়ানা পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২১ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ তিনজনের ফাঁসির রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ রায়ের অনুলিপি পৌঁছে। পরদিন ২২ মার্চ বুধবার সকালে তা পড়ে শোনানো হয়।
< Prev | Next > |
---|