moulovi 2মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরের আস্তানা দু’টির জঙ্গিদের তৎপরতা সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের মতোই। এদের হাতেও তেমন অস্ত্র-বিস্ফোরক রয়েছে এবং সেই কায়দায় এখানকার জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়ছে।

সরকারবাজা‌রের ওই বা‌ড়ি‌টি ঘি‌রে গোলাগু‌লির অাওয়াজ শোনা যা‌চ্ছে। অন্য‌দি‌কে বড়হা‌টের বাড়িটির বা‌সিন্দা‌দের বাই‌রে বে‌রি‌য়ে অাসার অাহ্বান জানা‌চ্ছে পু‌লিশ।

বড়হা‌টে পল্লী বিদ্যু‌তের সং‌যোগ ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সং‌যোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে। সি‌লে‌টের ম‌তো একই কায়দায় বাড়ি ভাড়া নি‌য়ে এ এলাকায় নাশকতার প‌রিকল্পনা কর‌ছি‌লো জ‌ঙ্গিরা- এমন অাভাস মিল‌ছে এক‌টি সূত্রে।

মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বুধবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সাম্প্রতিক