q02কুইন্সল্যান্ড : অস্ট্রেলিয়ায় সম্প্রতি আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ডেবি’র প্রভাবে দেশটির দু’টি রাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। এতে দুই নারীর মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

গ্রীষ্মমন্ডলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে কুইন্সল্যান্ড পুলিশের এক সতর্কবার্তায় বলা হয়, লগান নদীর পানির স্তর এখনো বিপদজনক পর্যায়ে না পৌঁছালেও রোখাম্পটন নগরীর উত্তরাঞ্চল ব্যাপক হুমকির মুখে রয়েছে।

কমিশনার আয়ান স্টিওয়ার্ট জানান, এমন বন্যা পরিস্থিতিতে সেখানকার লোকজন এখনো অনেক ঝুঁকির মধ্যে রয়েছে।

পুলিশ শুক্রবার কুইন্সল্যান্ড সীমান্তের কাছ থেকে এক নারীর লাশ উদ্ধার করে। এছাড়াও তারা ৬৪ বছর বয়সী অপর এক নারীর লাশ সিডনীর দক্ষিণের হান্টার ভ্যালী থেকে উদ্ধার করে।

উল্লেখ্য, বন্যার কারণে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়ালসের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এদিকে এ বন্যা ক্রমেই দক্ষিণে বালিনার দিকে বিস্তৃত হচ্ছে। - এএফপি

সাম্প্রতিক