নাইম আবদুল্লাহ: গত ৩০শে মার্চ (বৃহস্পতিবার) প্রবাসে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় মাসিক পত্রিকা স্বাধীন কন্ঠের তত্ত্বাবধানে ‘স্বাধীন কন্ঠ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ কর্নার এন্ড লাইব্রেরী’র উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পত্রিকাটির সম্পাদক আউয়াল খান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানানোর পর প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি বর্গ ফিতা কেটে লাইব্রেরীর শুভ উদ্ভোধন করেন।
তানিম মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাধীন কন্ঠ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ কর্নার এন্ড লাইব্রেরী’র উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন পত্রিকাটির ব্যবস্হাপনা সম্পাদক ও প্রকাশক কাজী এন সাফা আলমগীর।
অনুষ্ঠানে মুল আলোচনা উপস্হাপন করেন 'মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক'-এর চেয়ারপারসন নির্মল পাল। তাকে মহতি উদ্যোগের জন্য স্বাধীন কন্ঠের পক্ষ থেকে উপদেষ্টা কাজী নুুরুল হক সম্মাননা স্মারক প্রদান করেন।
আলোচনায় অংশ নেন- অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারন সম্পাদক ও বিদেশ বাংলা ২৪ এর সম্পাদক আব্দুল মতিন, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন, এসবিএস বাংলা বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার আবু রেজা আরেফিন, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, সুপ্রভাত সিডনির সম্পাদক মিজানুর রহমান সুমন, পেন এন্ড পেপারের প্রকাশক নাজমুল হুদা বাবু, দিনলিপির নিউজ ডট কমের চেয়ারম্যান দিদার হোসেন, প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আতিক হেলাল, চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আব্দুল্লাহ, লেখক ও শিক্ষাবিদ আরিফুর রহমান খাদেম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধূরী, লিসেন ফর ইনক এর পক্ষ থেকে ইমন, বঙ্গবন্ধুু পরিষদ সিডনির সাধারন সম্পাদক গাউছুল আলম শাহাজাদা প্রমুখ।
আলোচকগন স্বাধীন কন্ঠের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এই লাইব্রেরীর উদ্ভোধনের মধ্যে দিয়ে কমিউনিটিতে পত্রিকাটির দায়িত্ব আরো বেড়ে যাবে বলে মত করেন। তারা এই কর্মসূচীর যথাযথভাবে এগিয়ে নেওয়া সহ প্রতিষ্ঠানটিকে ডিজিটাল রূপ দেওয়ার আহবান জানান।
অতিথিবৃন্দ তাদের সংগ্রহে থাকা কিছু বই লাইব্রেরীকে প্রদান করে ভবিষ্যতে সংগ্রহকে আরো বেশি সমৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধূরী তার কাউন্সিল লাইব্রেরীতে স্বাধীন কন্ঠের লাইব্রেরী জন্য একটি কর্নার স্হাপনের আশ্বাস প্রধান করেন।
অনুষ্ঠানে স্বাধীন কন্ঠ পরিবারের পক্ষ থেকে উপস্হিত ছিলেন সম্পাদক মন্ডলীর সভাপতি কাজী আব্দুল কাদের আরমান, নামিদ ফারহান, কাজী সরোয়ার কামাল, মোঃÂÂÂ শাকিল এবং মোঃ রাফি।
অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্ববোধক বাউল ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন আয়শা নিলুফার। স্বাধীন কণ্ঠ পরিবার অতিথিদের নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, সামাজিক কর্মসূচীর অংশ হিসাবে এর আগে স্বাধীন কণ্ঠ “এক ডলারে একটি গাছ বাচিয়ে রাখুন ১৬ কোটি প্রাণ” স্লোগানে বৃক্ষরোপন কর্মসূচি পরিচালনা করেছে।
< Prev | Next > |
---|