diners1সিডনি : অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক অঞ্চলে পাওয়া গেছে এযাবতকালের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ।

এগুলির মধ্যে কোন কোনটির আকার প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি বিস্তৃত বলে সংশ্লিষ্ট গবেষকরা জানান।তবে এখানে যেসব পায়ের চিহ্ন পাওয়া গেছে সেগুলো সম্ভবত সারোপড বা লম্বা গলার তৃণভোজী ডাইনোসরের বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের জুলাইয়ে এখানেই ৩ ফুট ৫ ইঞ্চির আরো কিছু পায়ের ছাপ রেকর্ড করা হয়েছিলো। কিন্তু সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরের পায়ের ছাপগুলো আবিষ্কৃত হয়েছে বলিভিয়ায়।

diners2কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এ সংক্রান্ত গবেষণায় নেতৃত্ব দেয়া স্টিভ সালিসবারি জানান, ‘এখানে আবিস্কৃত বৃহদাকার এসব পদচিহ্ন অনেক বিস্ময়ের জন্ম দিলেও, এখনো ডাইনোসরের সঠিক আকার বা জীবনযাত্রা সম্বন্ধে খুব কম ধারণাই পাওয়া গেছে।’

অস্ট্রেলিয়ার জুরাসিক পার্কটিতে পাওয়া দৈত্যাকার এসব পদচিহ্ন নিঃসন্দেহে ডাইনোসরদের জীবনের অন্তত একটা বন্ধ দ্বার খুলে দিয়েছে মানুষের কাছে, এটা খুবই আশ্চর্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডাম্পিয়ার উপদ্বীপের ১৪০ মিলিয়ন বছরের পুরনো পাথরের গায়ে প্রায় ২১ টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের অসংখ্য পদচিহ্ন ছড়িয়ে রয়েছে।

বিগত ৫ বছর ধরে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে বলেও জানান তারা। - সিএনএন

সাম্প্রতিক