নাইম আবদুল্লাহ: আজ ৩ এপ্রিল (সোমবার) স্থানীয় সময় সকাল ৬. ৫৫ মিনিটে ক্ষুদ্রঋণের প্রবক্তা, নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া এসে পৌঁছেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইউনুস সেন্টারের সিইও লামিয়া মোর্শেদ।
ইউনুস সেন্টার জানায়, তিনি সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন ও নিউজিল্যান্ড সফর করবেন।
সকালে ডঃ মুহাম্মদ ইউনূসকে সিডনির কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে স্বাগত জানান ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের শিক্ষক ও গবেষক ড. এন ব্যান্ডরিসি, ড. মাহফুজ আশরাফ, গ্রামীণ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রমিথিউস সিদ্দিকী, অস্ট্রেলিয়ার সামাজিক সংস্কৃতিক সংগঠন "আমরা বাংলাদেশীর" পক্ষ থেকে চার্লস ষ্টার্ট ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক শিবলী আব্দুল্লাহ এবং সোশ্যাল বিজনেস “ফুট ব্যালান্স টেকনোলজির” সিইও সাইয়েদ আহমেদ।
ড. ইউনূস আজ রাত ৯.৩৫ মিনিটে অস্ট্রেলিয়ার প্রধান নিউজ চ্যানেল এবিসি ২৪ এর জনপ্রিয় টক শো কিউ এন্ড (Q & এ) তে অংশগ্রহন করবেন।
এই টক শো তে ড. ইউনূসের সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার পরিবেশ ও জ্বালানী বিষয়ক মন্ত্রী জস ফিন্ডেনবার্গ, শ্যাডো মন্ত্রী লিন্ডা বার্নি এবং "দি অস্ট্রেলিয়ান" এর সম্পাদক পল কেলি।
আগামীকাল সকাল ১০:১৫ মিনিটে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এ দারিদ্র বিমোচনের উপর বিশেষ আলোচনায় অংশ নেবেন। ড. ইউনূসের এই উন্মুক্ত আলোচনায় আগ্রহীরা আগে থেকেই রেজিস্ট্রেশন () করে অংশ নিতে পারবেন।
সিডনি সফর শেষে ড. ইউনূস ৫ এপ্রিল (বুধবার) মেলবোর্নে সোশ্যাল বিজনেস ফোরাম, ২০১৭ কনফারেন্সে অংশগ্রহন করবেন।
তারপর তিনি নিউজিল্যান্ডে এবং ব্রিসবেনে ইউনূস সেন্টার উদ্বোধন করবেন।
< Prev | Next > |
---|