নাইম আবদুল্লাহ:
ফাইল ফটোবঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল' (শনিবার) মেরিকভিলের টেম্পি রিজার্ভে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালী কমিউনিটির প্রাণের মেলা ঐতিহ্যবাহী 'বৈশাখী মেলা'। সিডনির এই বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালী ও অন্যান্য ভাষা-ভাষীদের এক মহামিলন মেলা। বঙ্গবন্ধু পরিষদ গত ১৫ বছর ধরে সিডনিতে বৈশাখী মেলা আয়োজন করে আসছে। টেম্পি রিজার্ভের একই ভ্যানুতে এই মেলা হবে তাদের ১১তম আয়োজন।

বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আজম শাহাজাদা জানান, এবারের বৈশাখী মেলা প্রাঙ্গণের চারিদিক ঘিরে থাকবে বাঙালি খাবারসহ নানা ধরনের স্টল। এই মেলায় সংযোজন করা হবে নতুন কিছু বিষয়ও।

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সিডনির টেম্পি রিজার্ভ পরিণত হবে প্রবাসি বাঙ্গালীদের মিলন মেলায়।

টেম্পি বৈশাখী মেলায় কোন প্রবেশ ফি নেই। এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টের সুব্যবস্থা রয়েছে।  মেলার অতি সন্নিকটেই অলাইক্রেক ট্রেন স্টেশন অবস্থিত।
মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিস্তারিত তথ্য ও স্টলের জন্য যোগাযোগ করা যাবে শাহাজাদা ০৪২২ ৮৪৬ ২৭৭।

সাম্প্রতিক