বিদেশবাংলা রিপোর্ট:
au-bnp-06-04গত ২ই এপ্রিল (রবিবার) বি এন পি অস্ট্রেলিয়া বাংলাদেশের মহান ৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিডনিতে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন আহবায়ক রুহুল আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯০ দশকের ছাত্র নেতা জাকির আলম লেনিন।

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এর সভাপতি জনাব শফিকুর রহমান শফিক উপস্থিত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বি এন পি অস্ট্রেলিয়ার নেতা ড: হুমায়ুর চৌধুরী রানা, অস্ট্রেলিয়া বি এন পি'র সাবেক সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা বি এন পি'র সহ-সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক ছাত্র নেতা আরিফুর রহমান, বি এন পি অস্ট্রেলিয়ার সাবেক সদস্য সচিব ইকবাল মাহমুদ সোহেল এবং প্রক্তন আহবায়ক আলহাজ্ব লুৎফুল কবির, নোয়াখালি জেলা কলেজের সাবেক ভি পি এবং জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, বি এন পি এক্টিভিজ মেজর মারুফুর রহমান, প্রক্তন সদস্য সচিব আবুল হাছান, সাবেক সদস্য সচিব অমি ওয়াইটি, সিঙ্গাপুর যুবদল সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান সুমন, বি এন পি নেতা জনাব ফরিদ মিয়া, মিহ চৌধুরী প্রমুখ।

স্বাধীনতা দিবসের মহতী অনুষ্ঠানে বক্তারা বর্তমান হাসিনা সরকারে তীব্র সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকারের মাধ্যমে যত গুম, খুন হয়েছ, প্রত্যেকটির চুল-চেরা বিচার হবে। বি এন পি একদিন অবশ্যই ক্ষমতায় আসবে ইনশা-আল্লাহ। তখন সকল অন্যায় কারিদের আইনের কাঠগড়ায় দাড়াতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আওয়ামী বাকশালীদের একমাত্র ভয় তারেক রহমান। তাই তারা তারেক রহমানের উপর মিথ্যে মামলা দিয়ে তাঁকে দেশের বাইরে সরিয়ে রেখেছে। তারা জোর দাবী জানিয়ে বলেন, তারেক রহমানের উপর সকল মিথ্যে মামলার শর্তহীন প্রত্যহার এবং তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে পারেনা। আমরা এই প্রবাস থেকে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন ও দেশ নায়ক তারেক রহমানের উপর সকল মিথ্যে মামলার প্রত্যাহারের জোর দাবী জানাই।

পরিশেষে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ সকল শহীদ মুক্তিযাদ্ধা, বীরঙ্গনা ও তাদের পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাম্প্রতিক