নাইম আবদুল্লাহ:
syd mela1বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সন্মান জানিয়ে গত ২রা এপ্রিল (রোববার) সিডনির পাঞ্চবল পার্কে জাঁকজমকপূর্ণভাবে '৪৬তম স্বাধীনতা দিবস মেলা' অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে মেলার শুভসূচনা করা হয়।

বিডি গোল্ড কাপের ২১ বছর পুর্তি এবং ফাইনাল খেলা উপলক্ষে 'অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল এসোশিয়েশনে'র (এ্যাবসকা) চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম'র ব্যতিক্রমী আয়োজনে মেলায় আগত সকল দর্শকদের সৌজন্যমূলকভাবে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। দুপুর ১২টা থেকে মধ্যাহ্নভোজো শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। মহিলাদের পৃথক বসার ব্যবস্থাসহ প্রতি পর্বে ৩০০ লোকের আপ্যায়নের জন্য আলাদা প্যান্ডেল করা হয়।

বিডি গোল্ড কাপের  ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অস্টেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, প্রাক্তন প্রিমিয়ার মরিস  ইয়েম্মা, নাভাররা গ্রূপের চেয়ারম্যান ফিলিপো নাভাররা, অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল এসোশিয়েশনে'র (এ্যাবসকা) চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়ান ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রথম বাংলাদেশী শাহে জামান টিটু, মেম্বার ফর স্টেইথফিল্ড জোডি ম্যাকে এমপি, মেম্বার ফর ব্যাঙ্কসটাউন ডেভিড কোলম্যান এমপি, ক্যান্টারবেরী সিটি কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর মাইকেল হাওয়ার্ড, প্রাক্তন কাউন্সিলর প্রবীর মিত্র, ঢাকা থেকে আগত সাংবাদিক মুন্নী সাহা, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কমিশনার মাসুদ চৌধুরী, এ্যাবসকার সভাপতি নাসিম সামাদ, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমুল হক, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহজাদা, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল হক জর্জ,  বাংলাদেশ এসোশিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের সভাপতি একেএম ফজলুল হক শফিক, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা, বাসভূমি টেলিভিশনের পরিচালক আকিদুল ইসলাম, জন্মভূমি টিভির পরিচালক আবু রেজা আরেফিন, বিএনপি অস্ট্রেলিয়ার কনভেনর ডা: আব্দুল ওয়াহাব, বিদেশবাংলা টেলিভিশনের পরিচালক রহমত উল্লাহ, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবণ,  স্বাধীন কন্ঠের সম্পাদক আব্দুল আউয়াল, সুপ্রভাত সিডনির সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।

মেলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যাশার চাইতেও এই প্রতিযোগিতায় বেশী সাড়া পড়ে।

তিনটি গ্রুপে অসংখ্য শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন মুনির বিশ্বাস, মোহাম্মেদ আব্দুল মতিন ও কামরুল হাসান আকাশ এবং বিচারকের দায়িত্ব পালন করেন মুন্নি সাহা ও মুনির বিশ্বাস।

  • ডঃ এনামুল হক, সভাপতি - সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল
  • মোহাম্মেদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক - সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল
  • রাশেদ শ্রাবন, কার্যকরী সদস্য - সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল
  • ডঃ রতন কুণ্ডু, কার্যকরী সদস্য - সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল

'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিশু-কিশোরদেরকে পুরস্কার প্রদান করা হয়।

শিশুদেরকে উৎসাহ প্রদানের জন্য মেলার মূল আয়োজক অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল এসোশিয়েশনে'র (এ্যাবসকা) চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য সকল শিশু-কিশোরদেরকে পুরস্কার প্রদান করে উৎসাহ প্রদান করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটি, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রথবারের মতো বাংলাদেশে বিখ্যাত ব্যান্ড দল অবসকিউর স্বাধীনতা দিবসের এই মেলায় দেশের বাইরে গান পরিবেশন করে। এছাড়াও স্থানীয় শিশু কিশোর ও শিল্পীরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

স্বাধীনতার এই মেলায় বিজয়ের নানা দিক নিয়ে আলোচনা ছাড়াও এতে ঘুড়ি উড়ানো, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের নানা ধরনের খেলার আয়োজনও রাখা হয়েছিল।

বিশাল আয়োজনের এই মেলায় অস্ট্রেলিয়া বসবাসরত বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিক, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

এই মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্টেলিয়ান ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রথম বাংলাদেশী শাহে জামান টিটু এবং এ্যাবসকার সকল সদস্যবৃন্দ।

আয়োজক কমিটি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাত ৯ টায় মেলার সমাপ্তি ঘোষণা করে।

সাম্প্রতিক