dutch-mpঅনলাইন ডেস্ক : নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সাবেক ডাচ এমপি ও ‘রক্ষণশীল’ ইসলামের বিশিষ্ট সমালোচক আইয়ান হিরসি আলী তার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর বাতিল করেছেন।

‘বৈধর্ম্য হিরো’ শীর্ষক সফর শুরুর আগে সোমবার অস্ট্রেলিয়ান এক টেলিভিশনে আবির্ভূত হন সোমালি বংশোদ্ভূত এই লেখিকা। তবে যথেষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট আরো কয়েকটি উদ্বেগের কারণে তিনি তা বাতিল করেছেন বলে মনে করছে এই সফরের আয়োজক প্রতিষ্ঠান ইনকর্পোরেটেড।

অতীতে হিরসি আলীকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে জানিয়ে ইনকোর্পোরেটেডের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় তার ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ ইতোমধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও অকল্যান্ডে তার ভাষণ প্রদান অনুষ্ঠানের প্রায় ২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিলোও বলে জানায় প্রতিষ্ঠানটি। - বিবিসি

সাম্প্রতিক