নাইম আবদুল্লাহ:
শিমুল মোস্তফা গত ২৮ মার্চ (মঙ্গলবার) দুই সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া এসে পৌঁছেছেন। তিনি আগামী ১০ই এপ্রিল পর্যন্ত ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, এডিলাইড ও ব্রিসবেনে আবৃত্তি সন্ধ্যায় অংশগ্রহন করবেন।
বাংলাদেশের একজন জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। ১৭ অক্টোবর ঢাকায় তার জন্ম। তার বাবা প্রয়াত খান মোহম্মদ গোলাম মোস্তফা এবং মা আফরোজ মোস্তফা।
আশির দশকের গোড়ার দিক থেকেই জড়িয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। কন্ঠে আওয়াজ তোলেন। তার ভয়হীন কন্ঠ আজও ভয়হীন। শিল্প তার কাছে প্রার্থনা, সেটি শিল্পের যে মাধ্যমই হোক না কেন। একজন দূরন্ত, দুর্নিবার এবং চির আপোষহীন মানুষ শিমুল মোস্তফা।
তার এপর্যন্ত প্রায় ৪০টির মত আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
< Prev | Next > |
---|