নাইম আবদুল্লাহ:
yunus aus sem1গত ৪ এপ্রিল (মঙ্গলবার) সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার উপর আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে যোগ দিতে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে এসে পৌঁছলে উপাচার্য অধ্যাপক ইয়ান জ্যাকবস ডঃ ইউনুসকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশা জীবিরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালের লেইটন হলে অনুষ্ঠিত এই সেমিনারে ড. মুহাম্মদ ইউনূস বলেন ‘আমি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে কোন দারিদ্রতা থাকবেনা, বেকারত্ব থাকবে না এবং কার্বন নিঃসরণের পরিমান হবে শূন্য। আর এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি’।

তিনি জলবায়ুজনিত উদ্বাস্তুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন ‘সামাজিক ব্যবসা দিয়েই এই সকল সমস্যা সমাধান করা সম্ভব’।

তিনি মনে করেন প্রত্যেক মানুষের মাঝেই আছে নিঃস্বার্থতা আর তার মতে স্বার্থপরহীন মানুষগুলোর বাড়ানো হাতই পারে সমাধান।

আলোচনা শেষে ড. ইউনুস অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশী তরুণদের উদ্যোক্তা হবারও উদ্বার্থ আহবান জানান।

সেমিনারে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ইতিহাস সম্বলিত একটি বই ড. ইউনুসের হাতে তুলে দেয়া হয়।

সাম্প্রতিক