ঢাকা : মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলা দুটি বাড়িতে প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষায়িত ইউনিট সোয়াট রওনা দিয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৌলভীবাজারের শহরের আস্তানাটিতে তিন-চারজন এবং নাসিরপুরের আস্তানায় আরও দু চারজন বেশি জঙ্গি থাকতে পারে। এর মধ্যে দু একজন নারীও থাকতে পারেন।
বুধবার ভোর থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামের দুটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ-র্যা ব। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
ফতেপুর গ্রামের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও জঙ্গিদের দিকে গুলি ছুড়েছে। এখনো গোলাগুলি চলছে। ভেতর থেকে পাঁচ মিনিট পর পর গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
< Prev | Next > |
---|