vote countঅনলাইন ডেস্ক : একটানা ভোটগ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ও সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচন। ভোট উৎসব শেষে এখন ফল গণনার অপেক্ষায় কুমিল্লা ও দিরাই-শাল্লাবাসী। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। একটানা তা চলে বিকাল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে উপস্থিত প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খুলে ব্যালট পেপারগুলো জড়ো করে ভোটগণনা শুরু হয়েছে।

এদিন ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ, বেশ ক’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, কেন্দ্র দখলের চেষ্টা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও জাল ভোটে দেওয়ার অপরাধে কয়েক ব্যক্তিকে জেল জরিমানাসহ বিভিন্ন বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ।

এসব ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে কুমিল্লাবাসী ও দিরাই-শাল্লাবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোথাও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হই চই ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটিই প্রথম বড় ধরনের নির্বাচন।

সাম্প্রতিক