janapঢাকা : ৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই গেজেট প্রকাশ করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরতি গেজেটে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের ২ মে চাকরিতে যোগ দিতে হবে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ যাচাইয়ের পর দীর্ঘ আটমাস নিয়োগের অপেক্ষায় ছিলেন বিসিএস উত্তীর্ণরা। এদিকে, চূড়ান্ত ফলাফলে ২ হাজার ১৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে সরকার ২ হাজার ৭৩জনকে নিয়োগ দিয়েছে।

সাম্প্রতিক