আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে হিন্দু দেবদেবীদের নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের জেরে ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রক শহরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভদ্রক ও এর আশপাশের এলাকায় সান্ধ্য আইন জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, গতকাল সোমবার জানিয়েছে এনডিটিভি। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দাঙ্গা ছড়িয়ে পড়া রোধ করতেই পূর্ব সতর্কতা হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার একদল লোক স্থানীয় একটি থানার সামনে জড়ো হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু দেবদেবীদের নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। পরে এখানে থেকেই শুরু হওয়া দাঙ্গা শহরজুড়ে ছড়িয়ে পড়ে, এতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। সহিংসতায় জড়িত থাকার দায়ে পুলিশ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করে। পরিস্থিতির অবনতির মুখে কর্তৃপক্ষ শহরজুড়ে সান্ধ্য আইন জারি করে। পুলিশের মহাপরিচালক কে বি সিং জানিয়েছেন, গত শনিবার শহরটিতে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও গোষ্ঠীগত কোনো সহিংসতা বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গত শনিবার থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসতে থাকায় এবং কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটায় গত রোববার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করা হয়। পরে শহরের বাসিন্দাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র কেনার সুযোগ দিতে সময় আরো এক ঘন্টা বাড়ানো হয়। তারপর ফের সান্ধ্য আইন বলবৎ করা হয়। গতকাল সোমবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে বলে জানিয়েছে পুলিশ। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরজুড়ে ৩৫ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। উড়িষ্যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাটি তদন্ত করছে। এই বিভাগের বিশেষ মহাপরিচালক বি কে শর্মা বলেছেন, “অপরাধ তদন্ত বিভাগের সাইবার সেল হোয়াটসঅ্যাপের তথ্যগুলো পরীক্ষা করে দেখছে।” আন্তঃরাজ্য কাউন্সিলের স্টাডিং কমিটির বৈঠকে যোগ দিতে রাজধানী নয়াদিল্লিতে থাকা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক জানিয়েছেন, তিনি ভদ্রকের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং ভদ্রকের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিং।-এনডিটিভি
< Prev | Next > |
---|