আন্তর্জাতিক ডেস্ক : উদ্দেশ্যবিহীনভাবে গুলি করে একজনকে খুন করার ঘটনা ফেইসবুক লাইভে তুলে ধরা এক ব্যক্তিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের পুলিশ।
স্টিভ স্টিফেন্স নামের সন্দেহভাজন ওই খুনি পরে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি ১৩ জনকে খুন করেছেন এবং আরো খুন করবেন; খবর বিবিসির।
স্টিফেন্সের গুলিতে একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন ইউলিয়ামস, কিন্তু আরো কেউ খুন হয়েছেন কি-না তা তাদের জানা নেই বলে জানিয়েছেন।
স্টিফেন্সের গুলিতে নিহত ব্যক্তিকে ৭৪ বছর বয়সী রবার্ট গডুয়িন বলে শনাক্ত করেছে পুলিশ। গত রোববার এক সংবাদ সম্মেলনে ইউলিয়ামস জানান, স্টিফেন্সকে ধরতে পুলিশের বেশ কয়েকটি বাহিনী অভিযান চালাচ্ছে। তাকে কারাগারে পোরা দরকার মন্তব্য করে পুলিশ প্রধান বলেন, “একই ধরনের ঘটনায় আজ রাতে আর কোনো রক্তপাত হউক তা চাই না। আজকের মধ্যেই এই ঘটনার সমাপ্তি টানা দরকার।
সন্দেহভাজন স্টিফেন্স সশস্ত্র অবস্থায় থাকতে পারে উল্লেখ করে লোকজনকে ‘বিপজ্জনক’ ওই ব্যক্তির কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ‘কা-জ্ঞানহীন’ এই ঘটনার কারণে কর্তৃপক্ষ ‘ওহিও অঙ্গরাজ্য ও এর আশাপাশে’ সতর্কর্তা জারি করেছে বলে তিনি জানান।
নিজেদের ওয়েবসাইটে স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করে ক্লিভল্যান্ড পুলিশ বিভাগ জানিয়েছে, সে ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার কৃষ্ণকায় এক ব্যক্তি। সে একটি সাদা বা ক্রিম কালারের গাড়ি (এসইউভি) চালায় বলে ধারণা করা হচ্ছে।
স্টিফেন্সের ‘মানসিক সমস্যা’ আছে মন্তব্য করে উইলিয়ামস তাকে সামনে এসে ‘যে সাহায্য তার প্রয়োজন তা গ্রহণ করার’ আহ্বান জানিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্তে এফবিআই স্থানীয় পুলিশকে সহায়তা দিচ্ছে। ফেইসবুক লাইভে গুলি করে খুনের ঘটনা তুলে ধরার কয়েকটি ঘটনা ঘটেছে। গত জুনে শিকাগো শহরের একটি রাস্তা থেকে ফেইসবুকে নিজের লাইভ-স্ট্রিমিং দেয়ার সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। মার্চে সরাসরি সম্প্রচারের সময় আরেক ব্যক্তিকে ১৬ বার গুলি করা হয়।
< Prev | Next > |
---|