আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্ডি ওয়ারহোলের আঁকা চীনের নেতা মাও সেতুংয়ের একটি ছবি ১১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ৮৮ কোটি ২৩ লাখ ৬৫ হাজার টাকা। গত রোববার সোথবিতে এক নিলামে ছবিটি কিনে নেন এশিয়ান এক সংগ্রাহক। তবে এর আগে আরও বেশি দামে মাও সেতুংয়ের ছবি বিক্রি হয়েছিল। তার মুল্য ছিল ১৫ মিলিয়ন ডলার। এর আগে চীনা প্রশাসন মাও সেতুংয়ের ছবি প্রদর্শন নিষিদ্ধ করেছিল।চার বছর আগে চীনের এক জরিপে দেখা যায়, কোথাও মাওয়ের ছবি খুঁজে পাওয়া যাচ্ছেনা।
বিংশ শতাব্দীতে মাওয়ে লিটল রেড বুক এর ছবির উপর ভিত্তি করে এই প্রোট্রেট আঁকেন ওয়ারহোল, যেটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে ধরা হয়। ওয়ারহোল ১৯৭২ সালের দিকে মাওকে নিয়ে সিল্কের উপর প্রতিকৃতি আঁকা শুরু করেন। মেরিলিন মনরো এবং ক্যাম্পবেল স্যুপের ছবি ছাড়াও ওয়ারহোলের আঁকা এ বিখ্যাত প্রতিকৃতিটির মাধ্যমে চীনা এই কমিউনিস্ট নেতা বিশেষভাবে অমর হয়ে আছেন।
ওয়ারহোল ১৯৭২ সালের দিকে মাওকে নিয়ে সিল্কের উপর প্রতিকৃতি আঁকা শুরু করেন, যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শীতল সম্পর্ক উষ্ণ করতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বেইজিং সফর করেন।
মাও সেতুংকে বলা হয় গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা পিতা। মাও সেতুংয়ের সবচেয়ে বড় অবদান তিনি চীনে শিল্প ও কৃষিতে বিপ্লব সাধন করেন এবং সমাজতান্ত্রিক গণচীনের ভিত্তি সুদৃঢ় করার জন্য প্রথম সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত করেন।-সূত্র : বিবিসি
Next > |
---|