facebookস্টাফ রিপোর্টার: শিক্ষার্থী ও তরুণদের মঙ্গলের জন্য বাংলাদেশে মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ফেসবুক বন্ধ রাখার বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে বলেছে, ফেসবুক আসক্তির কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তরুণদের কর্মক্ষমতায় বিরূপ প্রভাব পড়ছে। টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার গতকাল সোমবার জানান, তারা এ বিষয়ে টেলিযোযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির মতামত চেয়েছেন।

গতবছর জেলা প্রশাসক সম্মেলনে একটি প্রস্তাব এসেছিল। শিক্ষার্থী ও তরুণদের ক্ষতির কথা তুলে ধরে সেখানে বলা হয়েছিল- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না। সেই প্রস্তাবের ভিত্তিতেই গত সপ্তাহে ২৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠি পাঠায়। এ বিষয়ে বিটিআরসির মতামত চাওয়ার কথা জানিয়ে সচিব বলেন, তাদের মতামত পেলে সরকার ঠিক করবে ফেসবুক বন্ধ রাখা হবে কি না।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি চেয়ারমান শাহজাহান মাহমুদ বলেন, তারা এখনও মন্ত্রণালয়ের চিঠি পাননি, তবে বিষয়টি শুনেছেন। চিঠি পেলে বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন। সাম্প্রতিক সময়ে এসএসসি-এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, যা নিয়ে সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।

এছাড়া উগ্রপন্থি বিভিন্ন সংগঠনও গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ার মাধ্যমে কর্মী সংগ্রহ, মতবাদের প্রচার ও নিজেদের মধ্যে যোগাযোগের কাজটি চালিয়ে আসছে। দেশে কুপিয়ে হত্যা ও হামলার কয়েকটি ঘটনার পর জঙ্গিদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রাখে সরকার।

টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ফেসবুক এখন ব্যবসায়িক যোগাযোগেরও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। দিনের এক চতুর্থাংশ সময় ফেসবুক বন্ধ রাখা হলে ব্যবসায়িক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে কি না- সেটাও বিবেচনার বিষয় রয়েছে।

এদিকে, ফেসবুক বন্ধের বিষয়ে গতকাল সোমবার সংবাদ মাধ্যমে খবর আসার পর গণমাধ্যমে বিবৃতি পাঠায় টেলিযোগাযোগ বিভাগ। ফেসবুক বন্ধের খবরটি সঠিক নয় দাবি করে টেলিযোগাযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। গত বছর জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার বিষয়ে এবং কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে মধ্যরাতে ফেসবুক বন্ধের সুপারিশ করেছিলেন।

সাম্প্রতিক