অনলাইন ডেস্ক : বছর খানেক আগে এক বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাখি। সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে রামায়ণ-রচয়িতা হিসেবে পরিচিত বাল্মীকিকে নিয়ে কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যে ক্ষুব্ধ হন বাল্মীকি গোষ্ঠীর মানুষজন।
বিস্ফোরক মন্তব্যের জন্য রাখি সাওয়ান্তের খ্যাতি রয়েছে। বিভিন্ন সময়ে নানা বিষয়ে তির্যক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন রাখি। কিন্তু এ বার নিজের মন্তব্যের জন্য উচিত মূল্য চোকাতে হতে পারে রাখিকে। কারণ লুধিয়ানার এক আদালত ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এ বার তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।
বছর খানেক আগে এক বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাখি। সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে রামায়ণ-রচয়িতা হিসেবে পরিচিত বাল্মীকিকে নিয়ে কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যে ক্ষুব্ধ হন বাল্মীকি গোষ্ঠীর মানুষজন। রাখির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করা হয়। কেস কোর্টে উঠলে রাখিকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাখি কোর্টে হাজির হননি। গত ৯ মার্চ ছিল শেষ শুনানির দিন। সে দিনও রাখি কোর্টে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় রাখির নামে।
লুধিয়ানা পুলিশের দুই প্রতিনিধি ইতিমধ্যেই মুম্বই রওয়ানা হয়ে গিয়েছেন রাখিকে গ্রেফতারের জন্য। আগামী শুনানির দিন ধার্য হয়েছে ১০ এপ্রিল। সেই দিন কী করেন রাখি, সেটাই এখন দেখার। আর এ বার নিজের মুখে একটু লাগাম দেওয়ার কথা রাখি ভাববেন কি? সেই চিন্তাও ঘুরছে রাখি-ভক্তদের মাথায়। - এবেলা.ইন
< Prev | Next > |
---|