বিবিসি রিপোর্ট
কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় অন্তত তিন সেনাসদস্য নিহত হয়েছে। আহত সেনা সদস্যদের মধ্যে একজন অফিসারও রয়েছেন। হামলার পরপরই পাল্টা হামলায় অন্তত দুজন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।
তিনি জানান ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। কাশ্মীরের যে এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ন্ত্রণ রেখার কাছে এবং পুরো এলাকাটিতে ব্যাপক সেনা উপস্থিতি রয়েছে। কাশ্মীরের সবচেয়ে উত্তরের ওই জেলার নাম কুপওয়ারা।
জেলার যেখানে ক্যাম্পটি রয়েছে সেটি আসলে গ্যারিসন টাউন বা সেনা ছাউনির শহর। গত ৯ এপ্রিল থেকে কাশ্মীর জুড়ে ব্যাপক সহিংসতা চলছে।
একটি সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া ওই সহিংসতায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়েছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা অভিযান সহ নানা পদক্ষেপ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।
< Prev | Next > |
---|