trump-xiআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে মঙ্গলবার সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ এড়াতে জাপান ও দুই কোরিয়াসহ সকল পক্ষকে সমঝে চলার পরামর্শ দিলেয়েছেন তিনি।

এদিকে সূত্র জানায়, ফিলিপিন সাগরে কাল থেকেই মহড়ায় নেমেছে মার্কিন নৌবাহিনী। জাপানের দু’-দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এসে যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন।

চীন পদক্ষেপ না নিলে উত্তর কোরিয়াকে একাই দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় তোপ দেগে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনও। সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি, তখন হোয়াইট হাউসে ফোন করে সংযত হওয়ার পরামর্শ দিলেন শি জিনপিং।

সাম্প্রতিক