পটুয়াখালী : পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু ‘আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর’ প্রধানসহ ২৫ জন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলানায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আলিফ ও কবিরাজ বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এ সময় দস্যুরা ৩১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গোলবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর প্রধান মো. আলিফ মোল্লা ওরফে দয়াল (৪২), মো. রেজাউল ইসলাম শেখ ওরফে ছোট (২৮), মো. সফিনুর রহমান সফি (২০), মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা (৪০), মো. হজরত আলী বরকন্দাজ ওরফে জামাই গুটি (৩৮), মো. শাহীনুর আলম ওরফে শাহীন (১৯), মো. জামির আলী জামু (৩৬), মো. আলামিন মোল্লা (৩৫), মো. তাইজেল ওরফে বড় ভাই (২৭), মো. সিরাজুল ইসলাম ওরফে সুমন (৪১), মো. আলমগীর গাজী (২৬), মো. কামাল শেখ (৩৮), মো. হোসেন আলী শেখ ওরফে ভাগ্নে (২৮), মো. সেলিম মোড়ল (৩৯), মো. হযরত আলী গাইন ওরফে আঙুল কাটা হযরত (৩৯), মো. পিয়ার আলী (৩৭), মো. লিটন বিশ্বাস ওরফে দেওয়ান (৩২), মো. হাবিবর রহমান ওরফে বাছা (২৭), মো. এনামুল গাজী ওরফে এনা (৩৫) সহ ১৯ জন।
অপরদিকে কবিরাজ বাহিনীর প্রধান মো. ইউনুস আলী শেখ ওরফে কবিরাজ ওরফে লাদেন (৩০), মো. নাজিম শেখ (৩৮), মো. আফতাব উদ্দিন কবির ওরফে বেয়াই (৩৩), মো. আবু শেখ (৪৬), মো. সেলিম হাওলাদার (৩০), মো. আশরাফ হোসেন ওরফে রাজু (৩৭) সহ ৬ সদস্য আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারীরা সকলেই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
এ পর্যন্ত মোট আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। আর মোট আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা দাঁড়াল ১৩২। এ পর্যন্ত জমা দেওয়া অস্ত্রের মোট সংখ্যা ২৪৭ এবং গুলির সংখ্যা ১২ হাজার ৪৯০।
সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলে ও বনজীবীরা ছিল এই জলদস্যুদের টার্গেট। তাদের অপহরণ ও মুক্তিপণ আদায় করাই ছিল জলদস্যুদের প্রধান কাজ। র্যাব-৮ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিভিন্ন সময়।
র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এ পর্যন্ত ৯০ জন জলদস্যু নিহত হয়েছে।
এতে জলদস্যুরা ভীত ও কোনঠাসা হয়ে পড়েন। এর একপর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় আজ আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে।
< Prev | Next > |
---|