kazi arifঢাকা : বিশিষ্ট ছড়াকার ও আবৃত্তিশিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। আজ সকালে তার মরদেহ বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সবস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে সর্বসাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাযা হবে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমণ্ডিতে মেয়ে অনুসূয়ার বাসায়। এরপর উত্তরা ৪ নম্বর সেক্টরে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।

আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন। ৬৪ বছর বয়স্ক কাজী আরিফ দু'দিন ধরে ক্লিনিক্যাল ডেথ ছিলেন। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ওপেন হার্ট সার্জারির পর লাইফ সাপোর্টে ছিলেন।

শনিবার থেকে বিভিন্ন মিডিয়া এবং ফেইসবুকে তার ক্লিনিক্যাল ডেথের খবরে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে সাংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক