rokeyuরংপুর : শেষ কর্মদিবসের একদিন আগে প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ক্যাম্পাসে অবস্থিত তার বাসভবনে পৌঁছে দেয়। বুধবার দুপুর ১২টা থেকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কয়েকজন নেতাকর্মীরা।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এরশাদ আলী জানান, রাত ১টার দিকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দিয়েছে পুলিশ। অবরোধকারীদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তামান্না সিদ্দিকা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছিলেন।

বুধবার রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কয়েকজন নেতাকর্মী ও ৩০/৪০ জন সাবেক নেতা দুপুর ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের দাবি বৃহস্পতিবার উপাচার্য চলে যাওয়ার আগেই চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এ নিয়ে তারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ছাত্রলীগের নামেও স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের নামে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার ঘটনাকে অনেকে পাতানো নাটক বলে অবিহিত করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘যারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে তাদের সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই। তারপরও সেখানে ছাত্রলীগের কোনও নেতাকর্মী সেখানে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক