padma-5রাজশাহী : রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর মতিহারের ফুলতলা ও জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে লাশগুলো ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা লাশগুলো উদ্ধার করে।

মৃতরা হলেন- রাজশাহী মহানগরীর তালাইমারীর আসাদুল ইসলাম (৩০), দরগাপাড়ার রফিকুল ইসলাম রফিক (৩৫) ও মাদরাসা ছাত্র তামীম ইকবাল (৮) ও পাঠানপাড়া এলাকার রবিন হোসেন (২২)। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে নগরীর দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়ে যায় পাঁচজন। এরপর নিখোঁজদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার গভীর রাত পর্যন্ত চেষ্টা চালায়। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়। এরপর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নগরীর ফুলতলা ঘাটে চারজনের ও জাহাজঘাট এলাকায় একজনের লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (সদর দফতর) উপ-পরিচালক নুরুল ইসলামইসলাম জানান, চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় লাশটি মতিহার থানায় রাখা হয়েছে।

সাম্প্রতিক