বিনোদন ডেস্ক
rajaniতবে কী রাজনীতিতে নামচেণ সুপারস্টার রজনীকান্ত! এমন খবরই এখন চাউর হয়েছে তার ভক্তদের মধ্যে। আনন্দাবাজার পত্রিকা বলছে, ২ এপ্রিল অনুরাগীদের সঙ্গে বিশেষ মিটিং করবেন রজনীকান্ত। তারপরই তার রাজনৈতিক ক্যারিয়ার ফের ঝালিয়ে নেওয়ার সম্ভবনা দেখা যেতে পারে।

তবে এখনই তামিলনাড়ু জুড়ে বেশ কিছু পোস্টার পড়েছে। যেখানে রজনীর রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত রয়েছে এই তারকার।

তামিল জনতার একটা বড় অংশের ইচ্ছা, এ মুহূর্তে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করে তামিলনাড়ুকে বাঁচান থালাইভা।

যদিও রজনীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও পর্যন্ত এটা গুজব। তার মুখমাত্র জানিয়েছেন, বছরে একবার করে অনুরাগীদের সঙ্গে দেখা করেন রজনী। বিভিন্ন জেলা থেকে অনুরাগীরা চেন্নাই যান তারকার সঙ্গে দেখা করতে। এটাও সেই বার্ষিক মিটিং। তবে মিটিং শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এদিকে গত বৃহস্পতিবার রজনীর বিশেষ আমন্ত্রণে চেন্নাইতে পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাটো শ্রী নাজিব টান রাজাক। মালয়েশিয়ায় ‘কাবালি’র শুটিংয়ের সময় রজনী প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের মধ্যে বৈঠকও হয়।

সূত্রের খবর, মালয়েশিয়া সরকার তাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চান রজনীকে।

গত ২০ বছর ধরে অনুরাগীরা রজনীকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট করলেও কখনওই সক্রিয় রাজনীতিতে যোগ দেননি তিনি।

খুব সাধারণ জীবন যাপন করেছেন। অভিনয়কেই প্রথম প্রায়োরিটি দিয়েছেন রজনীকান্ত। তিনি কি সত্যিই এ বার তামিল জনগণের ডাকে রাজনীতিতে যোগ দেবেন?

সাম্প্রতিক