devঢাকা : অভিনয় নয়, এবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব।

আজ থেকে ঢাকার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। এই সমাবেশ চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে কলকাতার এই অভিনেতার ঢাকায় আগমন। ভারতের সংসদ সদস্য হিসেবে গতকাল ঢাকা সফরে এসছেন বলে জানান দেব। প্রিয় এই শহরে আরও একবার আসতে পেরে অসম্ভব ভালো লাগছে বলেও জানান তিনি।

দেব বলেন, 'শুটিং ছাড়া আবার ঢাকায় আসা হবে ভাবিনি। এর আগে যখন এসেছিলাম, তখনই বাংলাদেশের প্রতি আলাদা এক ধরনের ভালোলাগা তৈরি হয়েছিল। বলতে পারেন, তখন থেকেই এটা আমার প্রিয় একটি দেশ হিসেবে মনে জায়গা করে নিয়েছে। প্রিয় দেশে আসা সত্যিই আনন্দের।'

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ শেষে কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া অভিনয়ের বিষয়ে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা এবং চলচ্চিত্র নির্মাতার সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন।

সাম্প্রতিক