- Error
ঢাকা : পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা জনসম্মুখে এত উষ্মা প্রকাশ করেন না বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার সচিবালয়ের নিজ দফতরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন মন্ত্রী এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জ বার লাইব্রেরির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক তা প্রশাসন কখনও চায়নি বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, বিচার বিভাগের সঙ্গে সব সময় বিমাতাসুলভ আচরণ চলে আসছে। এটি আজকে নয়, এ সরকার নয় শুধু, সব সরকারের আমলেই করা হয়। প্রশাসন কোনোদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা জনসম্মুখে এত উষ্মা প্রকাশ করেন না। তার যদি কোনো ক্ষোভ-দুঃখ থাকে, তাহলে সেটা আমাদের কাছে বললেই পারেন।
তিনি বলেন, এ সরকার বিচার বিভাগের উপর কখনো কোনো রকম হস্তক্ষেপ করে না, করবেও না।
এর আগেও বিভিন্ন সময় বিচার বিভাগের স্বাধীনতাসহ নানা বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
< Prev | Next > |
---|