ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে সঠিক তথ্য না দিয়ে অসহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় আসামি তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
রায়ের পর তাহমিদের আইনজীবী মতিউর রহমান জানান, তাহমিদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।
গত বছরের ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই হামলার ঘটনায় একই বছরের ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদকে গ্রেফতার করা হয়।
পরে তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পরই তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়। গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে রাত ৯টার দিকে তাহমিদকে গ্রেফতার করা হয়। এর পর তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।
চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকার মহানগর আদালত পুলিশকে অসহযোগিতার অভিযোগে করা মামলায় তাহমিদের বিচার শুরুর আদেশ দেন।
< Prev | Next > |
---|