03-Kiuআন্তর্জাতিক ডেস্ক: কিউবার পশ্চিমাঞ্চলের পাহাড়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিকবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে কিউবার সামরিক বাহিনী জানিয়েছে, রুশ নির্মিত দুই ইঞ্জিনের অ্যান্টোনভ এএন-২৬ বিমানটি প্লায়া বারাকোয়া থেকে উড্ডয়নের পর আরতেমিসা প্রদেশের লোমা দে লা পিমিয়েন্তা পাহাড়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি রাজধানী হাভানার ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ওই বিবৃতিতে আরও বলা হয়, ওই দুর্ঘটনায় বিমানের ক্রুসহ আট সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির বিপ্লবী সামরিক বাহিনী মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এর আগে ২০১০ সালে কিউবায় অ্যারো ক্যারিবিয়ানের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক