স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ব্যাটিং প্রস্তুতিটা বেশ ভালোই হলো টাইগারদের। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে ভাসতে থাকে স্টেডিয়াম। ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে তৈরী হয় সংশয়। তবে শেষ পর্যন্ত প্রকৃতিদেবী মুখ তুলে তাকান। পানি নিষ্কাশন ব্যবস্থা দারুণ হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয় খেলা। টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৪৫ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ!
টাইগার একাদশের হয়ে এদিন ইনিংস ওপেন করতে নামেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। অসুস্থতার কারণে মাঠে নামেননি নিয়মিত ওপেনার তামিম। তবে সৌম্য-ইমরুল এদিন দলকে শতরানের জুটি উপহার দেন। ইমরুল ৪৪ রান করে আউট হন। সৌম্য সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৭৩ রানে প্যাভিলিয়নে ফিরেন। এরপর ব্যাট হাতে দলকে হিমালয়ের উচ্চতায় নিতে থাকেন মুশফিকুর রহিম। সৌম্য সেঞ্চুরি মিস করলেও মুশি সেই ভুল করেননি। অপরাজিত ছিলেন ১৩৪ রানে। বাংলাদেশ থামে ৭ উইকেটে ৩৪৫ রানে।
টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রী হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি রবিবারই দেশে ফিরেন। টেস্ট অধিনায়ক মুশফিকের ওপর বর্তায় অধিনায়কত্বের দায়িত্ব। এছাড়া আইপিএলে থাকায় এদিন ছিলেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
< Prev | Next > |
---|