বগুড়া : বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতার ছেলে মাশুক ফেরদাউস খুন হয়েছে। এই খুনের ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে জাসদ নেতা অ্যাডভোকেট এমদাদুল হক।
এমদাদুল হকের অভিযোগ, মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদের সাথে পুরনো শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। ক্লাস নাইনে পড়া মাশুকের খুন পরিকল্পিত।
এমন দাবী বাবা এমদাদুল হকের। তিনি বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটায় পাশের বাসায় থাকা ছেলে নাইম হাসান বগুড়ার বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। এরপর মাথায় ব্যাপক আঘাতসহ বাড়ির পাশেই খুঁজে পাওয়া যায় তাকে।’
এই ঘটনার পর প্রতিবেশী নাইমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নাইমের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মাশুকের বাবা এমদাদ তার ছেলের খুনের জন্য মুশফিকের বাবা মাহবুব হামিদ ও তার ভাই মেজহাব উল হামিদ সহ স্থানীয় কাউন্সিলরকে দায়ী করছেন।
মাটিডালি হাই স্কুলের গভর্নিং বডির নির্বাচন নিয়েই ঝামেলা হয়েছে বলে জানান এমদাদ। তার দাবী, পরিকল্পনা করেই নাইমের সাহায্য নিয়ে খুনের মত ন্যাকারজনক ঘটনা ঘটানো হয়েছে।
নাইমকে গ্রেফতার করা হলেই আসল দোষী খুঁজে পাওয়া যাবে, এমন আশা করছেন ভুক্তভোগী পিতা অ্যাডভোকেট এমদাদুল হক।
< Prev | Next > |
---|