স্পোর্টস ডেস্ক : ক্রীড়া:বৃষ্টির আইনে অস্ট্রেলিকে হারিয়েছে ইংল্যান্ড, ফলে বিদায় নিতে হল অস্ট্রেলিকে। বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশের তিক্ত সম্পর্কের কথা ভুলে গেলেন? না; ভোলার কথা নয়। তবে শনিবার সেই স্টোকসের চার-ছক্কায়ও গলা ফাটাচ্ছেন বাংলাদেশি সমর্থকরা। কারণটা হয়তো সবারই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (শনিবার) ইংল্যান্ড জিতলেই যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশের সমর্থকদের পরিশ্রম বৃথা যায়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল মেথড) অজিদের ৪০ রানে পরাজিত করেছে ইংল্যান্ড। আর তাতে করে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশও।
ইংল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ‘এ’ গ্রুপের আরেক দল নিউজিল্যান্ড একদিন আগে বাংলাদেশের কাছে হেরে বাড়ির বিমান ধরে। ইংল্যান্ড একমাত্র দল হিসেবে টানা তিন জয়ে সেমিতে জায়গা করে নিল।
বার্মিংহামের এজবাস্টনে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ২৭৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে। সেটির পেছনে ছুটতে গিয়ে ৩৫ রান তুলতেই ইংল্যান্ড তিন শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলায় ইংলিশ সমর্থকদের মতো বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তবে চতুর্থ উইকেট স্টোকস ও অধিনায়ক এউইন মরগ্যানের দুর্দান্ত জুটিতে ইংল্যান্ড চালকের আসনে ফেরে।
মরগ্যান ফিরে যাওয়ার পর ইংল্যান্ডকে আর বিপদে পড়তে দেননি স্টোকস। জস বাটলারকে নিয়ে দারুণ জুটি গড়ে ইংলিশদের কক্ষপথেই রাখেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। স্টোকসের সেঞ্চুরির কিছুক্ষণ পর ৪০.২ ওভার শেষে দলীয় ২৪০ রানের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হলে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৪০ রানে জয়ী ঘোষণা করা হয়।
ইংল্যান্ডের হয়ে মরগ্যান ৮১ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৭ রান করে আউট হন। স্টোকস ১০৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ রান করে অপরাজিত ছিলেন। তার সঙ্গী বাটলার অপরাজিত ছিলেন ২৯ রান নিয়ে।
২৭৭ রান তাড়া করতে নেমে মিচেল স্টার্কের প্রথম বলেই চার হাঁকান জেসন রয়। তবে পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ইংলিশ ওপেনার। জস হ্যাজলউডের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ফিঞ্চকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। ষষ্ঠ ওভারে দলীয় ৩৫ রানের মাথায় ফিরে যান ইনফর্ম ব্যাটসম্যান জো রুটও। আর তাতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড।
তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে স্টোকস-মরগ্যান। এই দুজন বলের সঙ্গে তাল মিলিয়ে রান তোলে উল্টো অস্ট্রেলিয়ান শিবিরে পাল্টা আঘাত হানেন। এই দুজন চতুর্থ উইকেটে ১৫৭ বলে ১৫৯ রানের অনবদ্য জুটি গড়েন। দলীয় ১৯৪ রানের মাথায় মরগ্যান রানআউট হয়ে ফিরে গেলেও বিপদে পড়েনি ইংল্যান্ড। বাটলার-স্টোকসের দৃঢ়তায় দুর্দান্ত জয় পায় স্বাগতিকরা। ‘জয়’ হয়েছে বাংলাদেশেরও।
এর আগে শেষ ১০ ওভারের হতাশাজনক ব্যাটিং সত্ত্বেও নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে হেড ৭১, ফিঞ্চ ৬৮ এবং স্মিথ করেন ৫৬ রান। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ও মার্ক উড চারটি করে উইকেট নেন। বেন স্টোকস নেন একটি উইকেট।
শুক্রবার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রালে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় বাংলাদেশের সেই স্বপ্ন পূর্ণতা লাভ করে।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যাক বল।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ময়েসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড।
< Prev | Next > |
---|