sunyস্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি জানিয়েছেন। এম জুয়েল আহমেদ জানান, বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানি রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে।

আইনজীবী আরো জানান, ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে সানি নারী নির্যাতনের মামলায় এক মাসের জামিন পেয়েছেন। কাল সানি জামিন পেলে তাঁর মুক্তিতে বাধা থাকবে না।

ক্রিকেটার সানি বর্তমানে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে বন্দি রয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল তাঁর জামিন নাকচ করে দেন। এরপর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন।

আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ দিন নির্ধারণ করেন। গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।

সাম্প্রতিক