-----17স্পোর্টস ডেস্ক : কলোম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৪৬৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের দেয়া ৩৩৮ রানের লক্ষ্য পেরিয়ে বাংলাদেশের লিড নিয়েছে ১২৯ রান।

বিদেশের মাটিতে প্রথম ইনিংস শেষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ লিড । এর আগে ২০১৩ সালে হারারে তে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা প্রথম ইনিংসে ১০৯ রানের লিড নিতে পেরেছিল।

বাংলাদেশের পক্ষে সাকিব ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া সৌম্য (৬১) , মুশফিক (৫২) ও মোসাদ্দেক (৭৫) রান করেন। মূলত কলোম্বো টেস্টে বাংলাদেশের সাত ব্যাটসম্যান কমপক্ষে ৩০ রানের বেশি সংগ্রহ করেছেন। যেটা দেশের বাইরে টেস্ট ম্যাচে বাংলাদেশের একমাত্র ঘটনা।

তৃতীয় দিনের সকাল সেশন থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাচের নিয়ন্ত্রন নিতে থাকে। প্রথমে মুশফিক-সাকিব ৯২ রান ও সাকিব-মোসাদ্দেক ১৩১ রানের জুটি গড়ে তোলেন। সকালের দুই সেশনে বাংলাদেশ মাত্র ২ টি উইকেট হারায়।

এরপর চা বিরতি শেষে খেলতে নেমে প্রথম ঘন্টা শেষে পানি পানের বিরতির আগে জোড়া আঘাত হানেন লঙ্কান দলপতি হেরাথ। পরপর দুই বলে তুলে নেন মিরাজ ও মুস্তাফিজকে। মিরাজ আউট হওয়ার আগে করেন ২৪ রান।

মোসাদ্দেক হোসেন অভিষেক টেস্ট খেলতে নেমে লঙ্কান বোলারদের হতাশ করে তুলে নিয়েছেন প্রথম ফিফটি।

লঙ্কানদের পক্ষে সান্দাকান ৪, হেরাথ ৪ ও লাকমাল ২ টি করে উইকেট লাভ করেছেন। দিনের খেলা এখনো ১৫ ওভার বাকি আছে। লঙ্কান ব্যাটসম্যানরা একটু পর তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামবে। দেখার বিষয় বাংলাদেশ লিড কাজে লাগাতে অল্প রানে লঙ্কান ব্যাটসম্যানদের অল আউট করতে পারে কি না।

সাম্প্রতিক