nouka dubiবাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদার রহমান। এরা হলেন- আব্দুল মজিদ (৭৫), আনছার হাওলাদার ( ৩৮), রফিকুল ইসলাম (৩৫), নাজমুল সেখ (৬), সাজ্জাদ (২) ও রায়েন্দা পাইলট স্কুলের ১০ শ্রেণির ছাত্র আবির আল শামস (১৬)। অন্য একজনের নাম-পরিচয় জানা যায়নি।

গত মঙ্গলবার সকালে পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তালিকা অনুযায়ী এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

এরা হলেন- মোড়েলগঞ্জের ছোট জামুয়া গ্রামের মনোয়ারা বেগম (৩৮), উত্তর ফুলহাতা গ্রামের হাসিব (৮), ছোটপড়ি গ্রামের নাসিমা আকতার (১৮), বদনিভাঙ্গা গ্রামের বশির (২২), ভাইজোড়া গ্রামের খাদিজা (৪০), রাহাত (১০), মোশার্রফ হাওলাদার (৫০), সালমা বেগম (৩০), মুন্নী আক্তার (৩০) ও লাবনী আক্তার (৭)।

নিখোঁজদের সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজনেরা। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদার রহমান জানান, নিখোঁজদের সন্ধানে নদীতে তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক