স্টাফ রিপোর্টার: রাজধানীর সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের চার বছর পূর্তি উপলক্ষে ঘটনাস্থলের সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। গতকাল সোমবার সকালে শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিল সাজোয়া যানসহ বিপুল সংখ্যক পুলিশ; যারা শ্রমিকদের সেখানে জড়ো হতে দেয়নি বলে অভিযোগ উঠেছে।
পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু অভিযোগ করেন, বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলের সামনে জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। বেদির সামনে গিয়ে দাঁড়ালে পুলিশ তাদের সরিয়ে দেয়। সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, আমরা কাউকে বেশিক্ষণ থাকতে দেব না। যারা আসবে তারা শ্রদ্ধা জানিয়ে চলে যাবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রবল বৃষ্টির কারণে শ্রমিকরা সেখানে জড়ো হতে পারেনি বলে জানিয়েছেন শ্রমিকনেতা মিন্টু।
শ্রমিক সংগঠন ছাড়াও কিছু স্বজনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। ফুল দেওয়ার সময় তারা অবিলম্বে ধসের ঘটনায় অভিযুক্ত মালিক রানার ফাঁসিসহ ক্ষতিপূরণ দাবি করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মারা যান ১০৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক, যারা রানা প্লাজা নামের ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন। বিশ্বকে নাড়িয়ে দেওয়া রানা প্লাজা ধসের ঘটনার পর চার বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি নিহত সহ¯্রাধিক শ্রমিকের পরিবার। ওই ঘটনার পর দায়ের করা তিনটি মামলার মধ্যে হত্যা এবং ইমারত বিধির মামলায় অভিযোগ গঠন হলেও থমকে আছে সাক্ষ্যগ্রহণ। আর দুর্নীতি দমন কমিশনের দায়ের অন্য মামলায় এখনও অভিযোগ গঠনই হয়নি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন। বাংলাদেশের ওই ঘটনা সে সময় আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়। দেশে কারখানার অবকাঠামোগত নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়টি নতুন করে আলোচনায় এলে সরকার ও মালিকরা বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়। তবে তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে পরিকল্পিত মৃত্যু ঘটানোসহ দ-বিধির ৩০২, ৩২৬, ৩২৫, ৩৩৭, ৩৩৮, ৪২৭, ৪৬৫, ৪৭১, ২১২, ১১৪, ১০৯, ৩৪ ধারায় বিভিন্ন অভিযোগ আনেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপার বিজয়কৃষ্ণ কর গতবছর ১ জুন ওই অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, রানা প্লাজায় ফাটল ধরার পর ঝুঁকি জেনেও শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। কাজ না করলে চাকরিচ্যুতির হুমকিও দেওয়া হয়েছিল বলে প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। এটা আসলে ‘ঠা-া মাথায় হত্যা’। গত বছরের ১৮ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঢাকার জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই হত্যা মামলার বিচার শুরু করলেও এখনও সাক্ষ্যগ্রহণই শুরু করা যায়নি।
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, এ মামলার এক আসামির মৃত্যুর তথ্য তার আইনজীবী আদালতকে জানালেও সাভার থানা পুলিশ এখনও এ বিষয়ে কোনো প্রতিবেদন দেয়নি। এদিকে আসামিদের মধ্যে সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফায়েত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ আলী খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম হাই কোর্টের আদেশে স্থগিত রয়েছে।
এ অবস্থায় তাদের বাদ দিয়েই মামলার বিচার এগিয়ে নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত না হওয়ায় বার বার পিছিয়ে যাচ্ছে সাক্ষ্যগ্রহণ। আগামি ৭ মে এ মামলার শুনানির পরবর্তী দিন রাখা আছে। মামলার ৪১ আসামির মধ্যে ৩০ জন ইতোমধ্যে জামিন পেয়েছেন। ভবনমালিক সোহেল রানাসহ তিনজন আছেন কারাগারে; আর ৭ জন পলাতক। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফসানা আবেদীনের আদালতে বিচারাধীন ইমারত বিধির মামলাটিও আটকে আছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। রাজউক কর্মকর্তা হেলাল উদ্দিনের দায়ের করা এ মামলায় রানা প্লাজার অবকাঠামো নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আনা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর ২০১৫ সালের ১ জুন ইমারত বিধির মামলায় আদালতে অভিযোগপত্র দেন। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান গতবছর ১৪ জুন ভবন মালিক সোহেল রানাসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে তিন আসামির করা রিভিশন আবেদন অনিষ্পন্ন থাকায় এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল। নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের অভিযোগে দুদকের করা মামলাটির অভিযোগ গঠন বিলম্বিত হয়েছে অভিযোগপত্রে ত্রুটি ও পুনঃতদন্তের কারণে।
২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় এ মামলা করেন। ভবন মালিক সোহেল রানাকে বাদ দিয়ে ওই মামলায় তার বাবা-মাসহ ১৭ জনকে আসামি করায় ব্যাপক সমালোচনা হয় সে সময়। এরপর ২০১৪ সালের ১৬ জুলাই রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দ-বিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে বলা হয়, ‘রানা প্লাজা’ নামে ছয়তলা একটি শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৬ সালের ১০ এপ্রিল নকশা অনুমোদন করে সাভার পৌরসভা।
২০০৮ সালের ২২ জানুয়ারি ওই ছয়তলা ভবনের ওপর আরও চার তলা নির্মাণের অনুমোদন চাওয়া হয়। এরপর আগের অনুমোদনের নথির তথ্য গোপন করে নতুন নথি খুলে পৌর কর্তৃপক্ষ দশ তলা ভবনের নকশা অনুমোদন করে। তাছাড়া রানা প্লাজা নির্মাণের আগে শপিং কমপ্লেক্স করার কথা বলা হলেও পরে সেখানে পাঁচটি গার্মেন্ট ফ্যাক্টরি স্থাপনের অনুমতি দেয় সাভার পৌরসভা। অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে অভিযোগপত্রে ত্রুটি ধরা পড়লে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত গত বছরের ৬ মার্চ অধিকতর তদন্তের নির্দেশ দেয়। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, দুদক গত ফেব্রুয়ারিতে অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান ১৯ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি করেন।
< Prev | Next > |
---|