ঢাকা : ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলন উপলক্ষ্যে দু'দিনের সফর শেষে অস্ট্রিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।
এর আগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও জাতিসংঘের ভিয়েনা অফিসের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে গত সোমবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরে মঙ্গলবার 'আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা ভাষণ দেন। তিনি অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে বৈঠক করেন।
আর সোমবার প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
< Prev | Next > |
---|