ru-patalআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় সোমবার পৌনে তিনটার দিকে সেন্ট পিটার্সবার্গ শহরের মাঝামাঝি অংশে সেনাইয়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে ট্রেনের একটি বগিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

এতে অন্তত ১০ জন নিহত ও ৫০ আহত হয়েছেন। শহরের বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্ফোরণে পরপরই ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা পৌঁছেন। পরে আশপাশের তিনটি মেট্রো রেল স্টেশন বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের একটি বগির দরজা বিস্ফোরণে উড়ে গেছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিস্ফোণের কারণ ছিল একটি বোমা, যা থেকে শার্পনেল ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ঘটনার সময় বেলারুশের এক নেতার সঙ্গে সেন্ট পিটার্সবার্গে বৈঠক করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার পেছনে কারা থাকতে পারে- সে বিষয়ে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

২০১০ সালে মস্কোর মেট্রোরেলে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত হন।

সাম্প্রতিক