আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে বুধবার চালানো সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে বহুল কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির নিজস্ব বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ দায়ভার স্বীকার করেছে আইএস।
বুধবারের ওই সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচ ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। গতকাল বুধবারের ঘটনার দায় আজ বৃহস্পতিবার স্বীকার করল আইএস।
অন্যদিকে এ হামলাকে যুক্তরাজ্যের পুলিশ সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনেই লন্ডনে এ ঘটনা ঘটল। ব্রাসেলসের হামলায় নিহত হয়েছিলেন ৩২ জন।
< Prev | Next > |
---|