-------আন্তর্জাতিক ডেস্ক : আদালতের রায়ে বেকসুর খালাস হওয়ার পর এবার কারাগার থেকে মুক্তি পেলেন মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক। শুক্রবার একথা নিশ্চিত করেছেন মুবারকের আইনজীবী। তিনি জানান, দক্ষিণ কায়রোর সামরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ক্ষমতাচ্যুত হওয়ার ৬ বছর পর বাসায় গিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া ১৮ দিনের অভ্যুত্থানে ১১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন মোবারক। কিন্তু অভ্যুত্থানের দিনগুলোতে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩৯জন বিক্ষোভকারী নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়। ফলে ২০১২ সালে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে দুবার উচ্চ আদালতে আপিল করেন মোবারক। এরপর মার্চের শুরুতে বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে দেশটির সর্বোচ্চ আপিল আদালত।

সরকারি তহবিল তসরুফের অভিযোগে এরইমধ্যে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন হোসনি মোবারক। বর্তমানে তিনি একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় ‘চিকিৎসা’ নিচ্ছেন। সাবেক এই একনায়কের বিরুদ্ধে অভ্যুত্থান-পরবর্তী দিনগুলোতে আরও বহু অভিযোগ আনা হয়েছিল। সেসব অভিযোগের প্রায় সবগুলোতে তিনি নিজের শাসনামলে স্থাপিত বিচার বিভাগের কাছ থেকে বেকসুর খালাস পেয়েছেন।

১৯৮১ সালে আততায়ীর হাতে আনোয়ার সাদাতের নিহত হওয়ার পর ক্ষমতা গ্রহণ করেন মুবারক। - বিবিসি

সাম্প্রতিক