আন্তর্জাতিক ডেস্ক : ফুরাত মিডিয়া নামের মুখপত্রে একজন কথিত আত্মঘাতী আইএস সদস্যের ভিডিও বার্তা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সংগঠন আইএস। প্রচারিত ভিডিওতে তাকে বাংলাদেশি দাবি করা হয়েছে। জেহাদি কার্যক্রম পর্যবেক্ষণ বিষয়ক মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্স ফুরাত মিডিয়ায় প্রচারিত ওই ভিডিওটি নিজেদের ওয়েবে প্রকাশ করেছে।
তারা দাবি করেছে, ভিডিও আইএস-সংশ্লিষ্ট ফুরাত মিডিয়ার। ওই ভিডিওতে জেহাদ অথবা আত্মঘাতী বিচ্ছিন্ন হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। সাইট ইন্টিলিজেন্স দাবি করছে, দেশে অথবা দেশের বাইরে গিয়ে এই হামলা চালাতে বাংলাদেশিদের তাগিদ দিয়েছে আইএস।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে সাইট ইন্টিলিজেন্স আইএস-এর অডিও ও ভিডিও বার্তা প্রচার করলেও এসব সংগ্রহের পদ্ধতি এবং এগুলোর সত্যতার পক্ষে প্রমাণ হাজির করেনি।
< Prev | Next > |
---|