china-pmআন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বুধবার চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন 'ন্যাশনাল পিপল’স কংগ্রেস'র শেষ দিনে তিনি এ হুঁশিয়ারি দেন।

লি কেকিয়াং আমেরিকার উদ্দেশে বলেন, 'কোনো বাণিজ্যিক যুদ্ধ শুরু হোক, তা আমরা চাই না।' মূলত চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র খুব ভুল করবে- এমন বার্তাই দিতে চেয়েছেন লি কেকিয়াং।

এপ্রিলের প্রথম সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। এর মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন চীনের প্রধানমন্ত্রী।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানির ওপর চড়া শুল্ক বসানোর হুমকি দেয়া হচ্ছে। চীনের ন্যাশনাল পিপল'স কংগ্রেসের শেষ দিনে এ নিয়েই মুখ খোলেন দেশটির প্রধানমন্ত্রী।

দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করা নয়, আরও জোরদার করার লক্ষ্যেই এগোনো উচিত চীন-যুক্তরাষ্ট্রের- এমনও বার্তা দিয়েছেন তিনি।

লি কেকিয়াংয়ের ভাষায়, 'এই সম্পর্ক শুধু চীন আর যুক্তরাষ্ট্রের জন্যেই গুরুত্বপূর্ণ নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো অদৃশ্য বাণিজ্যিক অবরোধ তৈরি করতে চাইলে তার ফল ভালো হবে না। চীনের সঙ্গে সংঘাতে জড়ালে গোটা বিশ্বকে তার ফল ভুগতে হবে। -বাসস

সাম্প্রতিক