k rab1ঢাকা : রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার শেখের জায়গা নামক স্থানে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরকসহ হামলার চেষ্টা হয়েছে। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আর র‌্যাবের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন।

আজ (শনিবার) ভোর ৪টায় র‍্যাবের একটি চেকপোস্ট থেকে একটি মোটর সাইকেলে করে এসে হামলার চেষ্টা করা সে। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‍্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়, মোটর সাইকেলে করে র‍্যাব-৩ এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। এ সময় র‍্যাবের গুলিতে এক ব্যক্তি আহত হয়। তার শরীরে বিস্ফোরক ছিল এবং পিঠে ছিল একটি ব্যাগ। ব্যাগের ভেতরে কি ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় বোমা নিষ্ক্রিয়করণ দল আসার পর ব্যাগটি খোলা হবে।

উপস্থিত র‍্যাব সদস্যরা জানায়, হামলাকারী আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল। হামলার পদ্ধতি দেখে ধারণা করা হচ্ছে সে জঙ্গি ছিল।

সাম্প্রতিক