স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই নিজেদের শততম টেস্টকে স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। শ্রীলংকাকে তাদের মাটিতেই পরাজয়ের স্বাদ দিল টাইগাররা। কলম্বোতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ।
রোববার ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯১ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুশফিক বাহিনী। অধিনায়ক মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ২২ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা মেহেদি হাসান মিরাজ অপরাজিত থাকেন ২ রান করে।
জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবেই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী দুই ব্যাটসম্যান সাত ওভারে স্কোরকার্ডে যোগ করেন ২১ রান।
তবে সতর্কতার শুরু করলেও উইকেটের পতন ঠেকাতে পারেনি বাংলাদেশ। শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে পর পর দুই বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস।
ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন রোববারই ৩৯ বছর পূর্ণ করা হেরাথ। তার করা ওই ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য সরকার। তিনি করেন ১০ রান।
সৌম্যের বিদায়ের পর ব্যাট করতে নামেন এই টেস্টে দলে ফেরা ইমরুল কায়েস। তবে রানের খাতা খোলার আগেই হেরাথের করার পরের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ব্যাট করতে নামেন সাব্বির রহমান। তৃতীয় উইকেটে তাকে নিয়ে শতরানের জুটি গড়েন তামিম। দু'জনে মিলে দলের সংগ্রহে যোগ করেন ১০৯ রান।
দলীয় ১৩১ রানে বোলিংয়ে এসে দারুণ খেলতে থাকা তামিমকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন লংকান স্পিনার দিলরুয়ান পেরেরা। অবশ্য তার আগেই টেস্টে নিজের ২২তম অর্ধশতক তুলে নেন তামিম। তিনি আউট হন ৮২ রানে।
এরপর দলীয় ১৪৩ রানে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয়। অর্ধশতকের পথে থাকা সাব্বিরকে (৪২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে শ্রীলংকাকে ফের সাফল্য এনে দেন পেরেরা।
৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলার পর চা-বিরতি শুরু হয়। তবে বিরতি থেকে ফিরেই আবার উইকেট হারায় বাংলাদেশ। এবারও বোলার দিলরুয়ান পেরেরা। তার করা অফস্টাম্পের বাইরের একটি বল কাট করতে গিয়ে ব্যাটে লেগে বোল্ড হয়ে যান সাকিব। তিনি করেন ১৫ রান।
এর আগে প্রথম ইনিংসে ১২৮ রানে পিছিয়ে থাকা শ্রীলংকা তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ১২৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। এছাড়া দিলুয়ান পেরেরা ৫০ ও সুরঙ্গা লাকমল ৪২ রান করেন। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ৭৪ রানে ৪টি ও মোস্তাফিজুর রহমান ৭৮ রানে ৩টি উইকেট নেন।
বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের শততম এই টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। দিনেশ চান্দিমালের ১৩৮ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
জবাবে সাকিব আল হাসানের শতক এবং অভিষিক্ত মোসাদ্দেক হোসেন, উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ৪৬৭ রান করে সফরকারীরা। সাকিব করেন ১১৬ রান। এছাড়া মোসাদ্দেক ৭৫, সৌম্য ৬১ ও মুশফিক ৫২ রান করেন।
< Prev | Next > |
---|