কাজী সুলতানা শিমি
IMG 8427সিডনী’র নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরীতে গত ১৮ই মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন”। চিত্র প্রদর্শনের সময়সীমা ছিলো সকাল ১০টা থেকে বিকাল ৪টা।
এবারের আর্ট এক্সিবিশনে ছবি ছিল প্রায় ৫০টির মতো। সকাল ১০টা থেকে দর্শকদের জন্য আর্ট প্রদর্শনী কেন্দ্র খুলে দেয়া হয়। সকাল ১১টায় দেখানো হয় আহমেদ আবীরের তথ্যচিত্র “এবং স্বপ্নযাত্রী”। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মানব পাচারের উপর তথ্য সম্বলিত এই তথ্যচিত্রটি উপস্থিত দর্শকদের মনে বিশেষ প্রভাব ফেলে। এরপর ১২টায় শুরু হয় আগত অতিথিদের ভাষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর্ট এক্সিবিশনটি সফল করার জন্য যাদের সহায়তা রয়েছে তাদের সকলকে উৎসাহিত করার জন্য অনুষ্ঠানে তিন পর্বে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন এডুকেশন শেডো মিনিস্টার জিহাদ দিব, বাংলাদেশ হাই কনিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন ও সিডনি ওয়াটসন এলাকা থেকে প্রাক্তন লিবারেল প্রার্থী শাহে জামান টিটো।

বাংলা আর্ট এক্সবিশনে” প্রদর্শিত হয় মুলত চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র, বিভিন্ন লোকজ ও কারুশিল্প। বাংলা আর্ট এক্সবিশিনের আয়োজক মুনির হোসেন জানান, এবারের আর্ট উৎসবে মুলতঃ প্রবাসে বেড়ে উঠা শিশুদের বাংলাদেশ নিয়ে চিন্তা, ভাবনা ও কল্পনা নিয়ে আঁকা ছবিকে প্রধান্য দেয়া হয়েছে। পাশাপাশি বড়দের আকা ছবিও রয়েছে। তিনি মনে করেন, এই শিল্প-উৎসব প্রবাসে বাংলাদেশের শিল্পকলার স্বকীয়তাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি ইতিবাচক প্রচেষ্টা। উল্লেখ্য যে, এই বাংলা আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আঁকা শিল্পকর্ম গুলো মূলত বেশি উৎসাহিত করা হয়। বাংলাদেশের বিভিন্ন ধারার শিল্পকর্মকে বিশ্বজনীন ভাবে তুলে ধরতে আয়োজিত হচ্ছে এই আর্ট এক্সবিশন।

IMG 8428বাংলা আর্ট এক্সবিশন” মূলত দেশে এবং বিদেশে কর্মরত বাংলাদেশী শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন। এছাড়াও বিদেশী যে সব শিল্পী বাংলাদেশ ও এর সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের কাজও এখানে প্রদর্শিত হয়। উল্লেখ্য যে, বাংলা আর্ট এক্সবিশন নবীন ও প্রবীণ শিল্পীদের জন্য তাদের সার্বজনীন প্রতিভা প্রকাশের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করে। যেখানে অস্ট্রেলিয়ার মূল ধারার শৈল্পিক ক্রেতা বিক্রেতা ও শিল্পবোদ্ধাদের সাথে একটা যোগসূত্র সৃষ্টি হয়। উল্লেখ্য যে, এই বাংলা আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আঁকা শিল্পকর্ম গুলো মূলত বেশি উৎসাহিত করা হয়। এ উপলক্ষে একটি সুভেনিয়র প্রকাশ করা হয়।

আর্ট এক্সিবিশনটির কিউরেটর পার্থ প্রতিম বালা দর্শকদের ছবি সম্বলিত নানা প্রশ্নের উত্তর দেন ও ছবির মর্মার্থ ব্যাখ্যা করে শোনান। সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় ছিল অর্পিতা সোম। সরোদ বাজিয়ে শোনান তানিম হায়াত খান তার সাথে গান পরিবেশন করেন শুভ্রা মোস্তারিন। এছাড়াও ছিল অন্যান্য আরও অনেকের পরিবেশনা। বাংলাদেশের বিভিন্ন ধারার শিল্পকর্মকে বিশ্বজনীন ভাবে তুলে ধরতে আয়োজিত হচ্ছে এই আর্ট এক্সবিশন। এই লক্ষে চিত্র প্রদর্শনীতে শিল্প-প্রেমিক, শিল্পবোদ্ধা, পৃষ্ঠপোষক ও সমালোচকদের সমাবেশ ঘটানো হয়। যা গতানুগতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে সম্পূর্ণ বাতিক্রমধর্মী একটি আয়োজন।

সাম্প্রতিক