নাইম আবদুল্লাহ:
bb98-1গত ১৬ই মার্চ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়া আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সিডনির একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে।

বিশিষ্ট আইনজীবি ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

bb98-2প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার আলোচনায় বলেন, 'আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমি আপনাদেরকে তার অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার অনুরোধ করছি। তাহলেই আপনারা জানতে পারবেন তিনি কত বড় ত্যাগী নেতা ছিলেন।'

তিনি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানিয়ে বলেন, '১৫ আগষ্টের নারকীয় হত্যাকান্ড থেকে গনন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা রক্ষা পেয়েছেন। তাই তিনি আমাদেরকে এক সমৃদ্ধশালী নতুন বাংলদেশ উপহার দিতে পেরেছেন। আর এই সমৃদ্ধশালী নতুন বাংলদেশ গড়ার ক্ষেত্রে সকল প্রবাসীদের অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরন করি।'

bb98-3আলোচনায় অংশগ্রহন নেন ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, যুবলীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক একেএম হাফিজ, স্বেচ্ছাসেবকলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, স্বাধীন কন্ঠের সম্পাদক আউয়াল খান, ভোরের কাগজ অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাজী সুলতানা সিমি, ভূমি মন্ত্রনালয়ের উপ সচিব এটিএম কামরুল ইসলাম, ভূমি মন্ত্রনালয়ের অতিরক্ত সচিব আকরাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা ও সহ-সভাপতি গাউসুল আলম শাহজাদা প্রমুখ।

সভার সভাপতি সিরাজুল হক সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সাম্প্রতিক